দেশ

দূরপাল্লা বাসে আগ্নিকাণ্ড, ২ শিশু-সহ মৃত পাঁচ

Five dead, including 2 children, in long-distance bus fire

Truth Of Bengal: চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিহার থেকে দিল্লি যাওয়ার পথে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দুই শিশু-সহ কমপক্ষে পাঁচজনের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে লখনৌয়ের কিষাণ পথ এলাকায়। বিহারের বেগুসরাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল দূরপাল্লার বাসটি। বৃহস্পতিবার ভোর ৫ টা নাগাদ বাস যখন খনৌ-রায়বেরেলি সড়কের মোহনলালগঞ্জ পৌঁছয় তখনই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডবল ডেকার স্লিপার বাসটি দাউদাউ করে জ্বলে ওঠে।

আতঙ্কে প্রাণ হাতে বাসের জানলা দিয়ে ঝাঁপ দেন যাত্রীরা। বাসের মধ্যে আটকে পড়েন কিছুজন। কিন্তু দুই শিশু-সহ পাঁচ জন বেরোতে না পারায় পুড়েই মৃত্যু হয় তাদের। জানা গিয়েছে, আগুন লাগার সময় বাসটিতে প্রায় ৮০ জন যাত্রী ছিলেন। ভোরের দিকে ঘুমিয়েছিলেন তাঁরা। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে শুরু করে। সেইসঙ্গে খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগকে। দমকলকর্মীরা ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, কিন্তু ততক্ষণে পুরো বাসটিই পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লেগে যাওয়ার পরও জ্বলন্ত বাসটি না থেমে আরও এক কিলোমিটার ওই অবস্থাতেই চলছিল। মৃত্যুমুখ থেকে বেঁচে ফেরা এক যাত্রী অভিযোগ করেছেন, বহু চেষ্টা করে বাসের এমারজেন্সি দরজা খোলা সম্ভব হয়নি। তাই উপায় না দেখে বাসের জানলা দিয়েই ঝাঁপ দেন বহু যাত্রী। কিন্তু পিছনের দিকের আসনের যাত্রীরা আটকে পড়ায় পুড়ে গিয়ে মৃত্যু হয় পাঁচজনের। এই ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক ও খালাসি।  ইতিমধ্যেই এই গোটা ঘটনার তদন্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে কি করে এমন ঘটনা ঘটল তা এখন স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই আগুন লাগার ঘটনাটি ঘটে। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles