জলপাইগুড়িতে লোকালয়ে বাইসনের তান্ডব, তৎপর বনদফতর
Bison rampage in Jalpaiguri, forest department on alert

Truth Of Bengal: সকাল থেকে আতঙ্ক ছড়িয়ে লোকালয়ে তাণ্ডব চালায় দুটি বুনো বাইসন। পরিস্থিতি সামাল দিতে নামে বন দফতর, তবে ঘুমপাড়ানি গুলি চালানো সত্বেও শুরুতে নিয়ন্ত্রনে আনা যাচ্ছিল না বাইসন দুটিকে।
দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর অবশেষে কাবু করা সম্ভব হয়। দুটি বাইসনকে দড়ি দিয়ে বেধে ট্রাক্টরের মাধ্যমে জঙ্গলের দিকে নিয়ে যায় বনকর্মীরা। বাইসন দেখতে এলাকায় বহু মানুষ ভিড় করেন, যা নিয়ন্ত্রনে আনতে বনকর্মীদের বাধ্য হয়ে লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।
এই ঘটনায় একটি বাইসনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পাশাপাশি বাইসনের হামলায় এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। বনদফতরের তরফে জানানো হয়েছে, মৃত বৃদ্ধার পরিবারকে নিয়ম অনুযায়ী আর্থিক সাহায্য প্রদান করা হবে। এই ঘটনার পর আবারও বুনো প্রাণীদের লোকালয়ে ঢুকে পড়া ও তা সামাল দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে।