আলিপুরদুয়ারে পারো নদীতে দাঁতাল হাতির স্নান দেখতে ভিড় পর্যটকদের
Tourists flock to see tusk-headed elephants bathing in the Paro River in Alipurduar

Truth Of Bengal: শহর লাগোয়া পারো নদীর ধারে দেখা গেল দাঁতাল হাতির স্নান করার বিরল দৃশ্য। আর সেই অভূতপূর্ব দৃশ্য দেখতে ভিড় জমালেন বহু পর্যটক ও স্থানীয় মানুষরা।
আলিপুরদুয়ার শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন পারো নদীতে কালচিনি ব্লকের বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া জঙ্গল থেকে নেমে আসে একটি দাঁতাল হাতি। নদীর ঠান্ডা জলে স্নান এবং জল পান করছিল বিশালাকৃতির ওই হাতি। এমন মনোমুগ্ধকর দৃশ্য খুব একটা দেখা যায় না সাধারণত।
পর্যটক ও পথচারীরা দাঁড়িয়ে পড়েন পোরো সেতুতে। মোবাইল ফোন ও ক্যামেরায় মুহূর্তটিকে ধরে রাখার হিড়িক পড়ে যায়। নদীর মাঝে শান্তভাবে দাঁড়িয়ে থাকা হাতিটিকে ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে।
এই ঘটনায় একদিকে যেমন পর্যটকদের আনন্দের সীমা ছিল না, তেমনি স্থানীয় বাসিন্দারাও এমন প্রাকৃতিক দৃশ্য দেখে অভিভূত হন। পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব আবারও সামনে এল এই ঘটনার মাধ্যমে।