রাজ্যের খবর
হুগলির পাণ্ডুয়াবাসীকে ইদের শুভেচ্ছা জানালেন সাংসদ রচনা
MP Rachna extends Eid greetings to the people of Pandua, Hooghly

Truth Of Bengal: হুগলি: ‘গতবছর প্রার্থী হিসাবে এসেছিলাম, এ বার এলাম সাংসদ হিসাবে। পাণ্ডুয়ার মানুষ আমাকে ভালবাসা দিয়েছে। সকলকে ইদের শুভেচ্ছা।’ সোমবার সকালে ইদের নামাজ উপলক্ষে পাণ্ডুয়ার কলবাজারে এসে এ ভাবেই পাণ্ডুয়াবাসীর মন জয় করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রীতি মেনে এ দিন সকালে কলবাজারে জিটি রোডের উপর নামাজ পাঠে অনুষ্ঠিত হয়।
প্রত্যেক বারের ন্যায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রত্না দে নাগ-সহ ত্রিস্তর পঞ্চায়েতের স্থানীয় সদস্যরা। রচনার ধারণা কলকাতার রেড রোডের পরে রাস্তার উপর সব থেকে বড় আকারে ইদের নামাজ হয় পাণ্ডুয়ায়। এ দিন ধূসর সাদার উপরে ফুল ছাপা চুড়িদার পড়ে এসেছিলেন রচনা। তিনি বলেন, ‘আজকে সাদা, অফ হোয়াইট। আজকে পবিত্র দিন, ইদের দিন। আজকে সাদা পরব না তো করে পরব।’