কলকাতা

দিল্লির পর কলকাতা, ফের ভূমিকম্প! রিখটারে কম্পনমাত্রা ৫.১

After Delhi, another earthquake hits Kolkata! 5.1 on Richter scale

Truth Of Bengal: ভোরবেলায় কাঁপল তিলোত্তমা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। পাশাপাশি কম্পন অনুভূত হয় প্রতিবেশী বাংলাদেশ ও ওড়িশাতেও।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৬টা ১০মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল উত্তর বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। জাতীয় ভূকম্পন পরিমাপকেন্দ্র যে চিত্র প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ওড়িশা এবং বাংলার উপকূল সংলগ্ন অঞ্চলেই মূলত কম্পন টের পাওয়া গিয়েছে।

আরও জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কাঁথি, দিঘাতেও এদিন কম্পন অনুভূত হয়েছে। সাথে, বাংলাদেশের ঢাকা সহ পশ্চিমতীরের উপকূলের কিছু অঞ্চলে কম্পন টের পাওয়া গিয়েছে। তবে, ভূমিকম্পে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। যেহেতু, সমুদ্রের নীচে ভূমিকম্পের উৎসস্থল বলে খবর তাই ভূমিকম্পের পর সমুদ্রের কি পরিস্থিতি, তা নিয়েও বিশদে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, গত সপ্তাহেই ভূমিকম্পের ঘটনা ঘটে রাজধানী দিল্লিতে। তাঁর এক সপ্তাহের মধ্যেই এই ঘটনা স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছে ভূ-বিজ্ঞানীদের। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত রিপোর্ট অনুসারে, কলকাতা অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জ়োন-৪’ এর মধ্যে পড়ে। অর্থাৎ, এই অঞ্চলে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা মৃদু। তবে, সাম্প্রতিককালে ঘনঘন এত ভূমিকম্প ঘটায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও।

Related Articles