রাজ্যের খবর

দীর্ঘদিন যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছেন কারখানার বাসিন্দারা

Factory residents have been suffering from drinking water problems for a long time.

Truth Of Bengal: দীর্ঘদিন ধরে জল পাচ্ছে না প্রায় ৫০ টি পরিবার। একদিকে মুখ্যমন্ত্রী যখন অঙ্গীকারবদ্ধ বাড়ি বাড়ি জল পৌঁছে দেবার জন্য, সেখানে হুগলির উত্তরপাড়া পৌরসভার হিন্দমোটর কারখানার আবাসিকের বাসিন্দারা দীর্ঘ ১৫-১৬ দিন যাবত ভুগছেন জলের সমস্যায়। এরপর খবর দেওয়া হয় ঘটনাস্থলে আসেন উত্তরপাড়া পুরসভার উপ পুর প্রধান খোকন মণ্ডলকে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি। এরপর আবাসিকদের সাথে কথা বলেন ও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে খবর, ওই ৫০ জন আবাসিক পরিবারের পানীয় জলের জন্য ছিল একটি সাবমার্সেল। দিন ১৫ আগে সেই সাবমার্সেল চুরি হয়ে গিয়েছে। অভিযোগের ওঠে সেখানকার নিরাপত্তা রক্ষীদের সুপারভাইজারের বিরুদ্ধে। আরও অভিযোগ, সুপারভাইজার ইনচার্জের বিরুদ্ধে যে তিনি নাকি এলাকার সমস্ত গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন। একইসঙ্গে ফ্যাক্টরির বিভিন্ন ধাতব যন্ত্রপাতি সেগুলিও রাতের অন্ধকারে সেখান থেকে পাচার করার সঙ্গে যুক্ত। এমনটাই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা।

নিজস্ব চিত্র

এরপর এলাকা পরিদর্শন করতে আসেন উপপুর প্রধান। তিনি এসে কথা বলেন ওই ইনচার্জের সঙ্গে। তিনি এই বিষয়ে জানান, গাছ কাটার টেন্ডার পাস করতে হয় কিন্তু তাদের কাছে কোনরকম টেন্ডারের কিছু জমা পড়েনি। বিনা অনুমতিতেই এলাকার গাছ কাটা হচ্ছে। একইসঙ্গে এলাকার মানুষদের পানীয় জলের যে সমস্যা তৈরি হয়েছে তার সুরাহা করার জন্য তিনি তাদের যথাযথ সাহায্য করবেন।

Related Articles