কলকাতা
বিমানবন্দরের ডিপার্চার ফ্লাইওভার থেকে ঝাঁপ-যাত্রীর
Passenger jumps from airport departure flyover

Truth Of Bengal: কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী এক যাত্রী। শনিবার ইম্ফল থেকে আসে ওই যাত্রী বলে এমনটাই জানা যায়। গত কয়েকদিন ধরে বিমানবন্দর চত্বরে ঘুরে বেড়াচ্ছিল বলেও সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। রবিবার ডিপার্চার ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়েছেন ওই যাত্রী। এই মুহূর্তে তাকে তড়িঘড়ি সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায় বলে এমনটাই খবর মিলেছে।