দেশ

সমর্থন পেয়ে ‘মমতাদিদি’কে ধন্যবাদ জানালেন কেজরি

Kejriwal thanks Mamata for support

Truth Of Bengal: ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। ভোট গণনা ৮ ফেব্রুয়ারি। এক দফায় ভোট হবে। গতকালই সাংবাদিক বৈঠক করে ভোটের তারিখ ঘোষণা করলেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। দিল্লির আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের সমর্থন পেয়েছেন বলে দাবি অরবিন্দ কেজরিওয়ালের। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডলে একটি পোস্টও করেছেন আপ সুপ্রিমো।

সেই পোস্টে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘দিল্লির নির্বাচনে আপকে সমর্থন করেছে তৃণমূল। আমি ব্যক্তিগত ভাবে মমতাদিদির কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ দিদি। আপনি সবসময় আমাদের ভাল ও খারাপ সময়ে সমর্থন এবং আশীর্বাদ করেছেন।’’

ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে আম আদমি পার্টি। প্রার্থী দিয়েছে বিজেপি-কংগ্রেসও। জোরকদমে চলছে ভোট প্রচার। কবে ভোট হবে, সেই নিয়ে জল্পনা চলছিলই। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হল দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। ফল ঘোষণা ৮ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, গতবার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছিল কেজরির দল। দাগ কাটতে ব্যর্থ হয়েছিল বিজেপি। জোট শরিকদের তিনটি আসন ছাড়লেও, কেউই খাতা খুলতে পারে নি। ২০২০ সালের নির্বাচনে দুই শরিককে আসন ছেড়েছিল গেরুয়া ব্রিগেড। বিহারের জেডিইউ এবং এলজেপি-র সঙ্গে আসন সমঝোতা হলেও লাভ বিশেষ হয়নি।  তাই এবার সে পথে হাঁটল না বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Related Articles