রাজ্যের খবর

ধর্ষণের সাজা ফাঁসি, জয়নগর-ফারাক্কা মডেলের অনুসরণ করতে চায় অন্য রাজ্য

Death penalty for rape, other states want to follow Jaynagar-Farakka model: ADG South Bengal

Truth Of Bengal: কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যে ঘটে যাওয়া দুটি ধর্ষণ মামলার ফাঁসি ঘোষণা করল নিম্ন আদালত। জয়নগর ঘটনার ফাঁসির সাজা মাত্র ৬২ দিনের মধ্যে আগেই ঘোষণা করা হয়েছে। এবার মাত্র ৬১ দিনের মাথায় ফারাক্কায় নাবালিকার যৌন নির্যাতন ও খুনের কিনারা করে সাজা ঘোষণা করল আদালত। মাত্র ২১ দিনের মাথায় ফারাক্কা ঘটনার চার্জশিট দাখিল করল পুলিশ। দুটি ঘটনায় পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশংসা করেছে আদালত।

কিভাবে এত অল্প সময়ে তদন্ত প্রক্রিয়া শেষ হলো তা নিয়ে কৌতুহল শুরু হয়েছে অন্য রাজ্যের দুঁদে গোয়েন্দাদের। এমনকি তদন্ত প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানতে রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানাচ্ছেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণ বঙ্গ সুপ্রতীম সরকার।

এদিন তিনি বলেন, “এমন স্পর্শকাতর ঘটনার এত দ্রুত বিচারের নজির এরাজ্যে নেই। ভারতবর্ষের আগে এরকম দ্রুত বিচারের কটি ঘটনা আছে বা আদৌ আছে কিনা তা জানা নেই। তবে ইতিমধ্যে দেশের একাধিক রাজ্য থেকে আমাদের কাছে আনঅফিসিয়ালি খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। তারা সকলে জানতে চাইছেন কিভাবে এত দ্রুত আমরা বিচার প্রক্রিয়া সম্পন্ন করলাম। যারা তথ্য চাইছে আমরা তাদের তথ্য দেব।”

আর জি কর কাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল। এমনকি খোদ পুলিশ কমিশনার কে তার পর থেকে সরে যেতেও দেখেছিল কোটা রাজ্য। সেই দিক থেকে জয়নগর ফারাক্কা দুটি গণধর্ষণ খুনের মামলার দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে, রাজ্য তো বটেই দেশের বুকেও এরাজ্যের পুলিশ নজির গড়ল বলে দাবি করেছেন এডিজি দক্ষিণবঙ্গ।

Related Articles