দেশ

সাক্ষীদের হুমকির অভিযোগ, আশিস মিশ্রের বিরুদ্ধে জারি সুপ্রিম নোটিশ

Supreme Court issues notice against Ashish Mishra for allegedly threatening witnesses

Truth Of Bengal: বুধবার সুপ্রিম কোর্ট লখিমপুর খেরির হিংসাত্মক ঘটনার প্রধান অভিযুক্ত আশিস মিশ্রকে নোটিশ জারি করে তাঁর জবাব চেয়েছে। প্রসঙ্গত, সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আশিস মিশ্রের বিরুদ্ধে। বুধবার শুনানির সময়, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জল ভূঁইয়ার একটি বেঞ্চ আশিস মিশ্রের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে স্পষ্টীকরণ চেয়ে তাঁর আইনজীবী সিদ্ধার্থ দাভকে একটি হলফনামা দাখিল করতে বলেছিল।

২০২১ সালে, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক আন্দোলন চলাকালীন গাড়ি চাপা পড়ে আটজন প্রাণ হারিয়েছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​মিশ্রের ছেলে আশিস মিশ্র এই মামলার প্রধান অভিযুক্ত। বর্তমানে আশিস মিশ্র জামিনে রয়েছেন। এখন একজন অভিযোগকারী সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে দাবি করেছেন যে, সাক্ষীদের আশিস মিশ্র ভয় দেখাচ্ছেন। যদিও আশিস মিশ্রের আইনজীবী অভিযোগ অস্বীকার করেছেন। তবে সুপ্রিম কোর্ট আশিস মিশ্রকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলেছে এবং অভিযোগের বিষয়ে তাঁর জবাব চেয়েছে।

সুপ্রিম কোর্ট ২২ জুলাই আশিস মিশ্রকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে তাঁকে দিল্লি এবং লখনউতে না থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। যাতে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে না পারেন। যাইহোক, ২৬ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট আশিস মিশ্রকে জাতীয় রাজধানী অঞ্চলে থাকার অনুমতি দিয়েছিল। লখিমপুর খেরি মামলার শুনানির জন্য নিম্ন আদালতকেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

৩ অক্টোবর, ২০২১-এ উত্তরপ্রদেশের ডেপুটি সিএম কেশবপ্রসাদ মৌর্যের লখিমপুর সফরের বিরুদ্ধে কৃষকরা প্রতিবাদ করেছিলেন। এসময় একটি গাড়ির ধাক্কায় চার কৃষক নিহত হন। ঘটনায় একজন সাংবাদিকও নিহত হন। এই মামলার প্রধান অভিযুক্ত আশিস মিশ্র। ঘটনার পর বিক্ষুব্ধ কৃষকরা গাড়ির চালক ও দুই বিজেপি কর্মীকে মারধর করে।

Related Articles