নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই শিশু, নামল ডুবুরি
Two children drowned while bathing in the river, divers rescued

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: স্নান করতে নেমে ভাগীরথী নদীর জলে তলিয়ে গেল দুই শিশু। এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার স্টিমার ঘাটের। জানা যায়, প্রতিদিনের মতোই স্টিমার ঘাটে শান্তিপুর এলাকার কিছু মানুষ স্নান করছিলেন। ঠিক তখনই দুই শিশু গেঞ্জি খুলে স্নান করতে নামে। দীর্ঘক্ষণ ওই দুইজন ভাগীরথী নদীর ঘাটে স্নান করছিল। তখনই ঘাট থেকে কিছুটা পাশে যাওয়ার পর হঠাৎ জলে তলিয়ে যায় তারা। এরপর আর উঠে আসেনি।
খবর জানাজানি হতে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দুই শিশুর বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছরের হবে। তবে তাদের পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেননি তারা। তাদের অনুমান ওই দুই শিশু স্টিমার ঘাট সংলগ্ন এলাকার না হলেও শান্তিপুরের বাসিন্দা হয়ে থাকবে তারা। পুলিশ ওই দুই শিশুর পরিচয় জানার পাশাপাশি তাদের খোঁজ করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে এই ঘটনায় রীতিমত নেমে এসেছে এলাকায় শোকের ছায়া।