রাজ্যের খবর

রাস উৎসবের অজানা কাহিনী

Unknown story of Rash festival in Shantipur

Truth of Bengal: শান্তিপুরের রাস উৎসব জগৎ বিখ্যাত। এই রাস উৎসবের সাথে বহু ইতিহাস,জড়িয়ে রয়েছে অজানা কাহিনী,তা এখনও অজানা অনেকেরই। এই রাস উৎসবে যেমন ইতিহাস জড়িয়ে রয়েছে,তেমনি গোস্বামী বাড়িগুলির বিগ্রহর সাথে ঐতিহ্য রয়েছে বেলজিয়াম কাঁচের ফানুস এবং বেলোয়ারি ঝাড়, যা জগৎ বিখ্যাত। শান্তিপুরের রাসের ঐতিহ্য শান্তিপুর মঠবাড়ি বিগ্রহ দেবতার রাস মঞ্চ, এবং দীন দয়াল বাড়ির বিগ্রহ দেবতার রাস মঞ্চ সেজে ওঠে বেলজিয়ামের কাছের ফানুসের জৌলসে।

কয়েক শতাব্দী আগে এই ফানুস গুলি আনা হয়েছিল সুদূর বেলজিয়াম থেকে, অত্যন্ত দুর্মূল্য এই ফানুস গুলি বর্তমানে দুটি গোস্বামী বাড়ির যারা বংশধর রয়েছেন তারা খুবই যত্নের সাথে সারা বছর রেখে দেন এই দুর্মূল্য ফানুস গুলি, কারণ রাজ্য এবং রাজ্যের বাইরে এখন এই ফানুস বিলুপ্ত, তাই বহু মূল্যবান বলেই জানা যায় এই ঐতিহ্যমন্ডিত কাচের ফানুস।

কেন এই ফানুস এত সৌন্দর্য, রাসমঞ্চে মোমবাতির আলো ফুটিয়ে তুলে বিগ্রহ দেবতার জৌলসকে আরো বাড়িয়ে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলিলাই মগ্ন ছিলেন তখন হলুদ আলোর যে রশ্মি তার সেই অবতারের রূপ ধারণ করেই এই কাচের ফানুস চিন্তাভাবনায় উঠে আসে। শান্তিপুরের যতগুলি গোস্বামী এবং বিগ্রহ বাড়ি রয়েছে এই দুটি বিগ্রহ বাড়ির ইতিহাস বেলজিয়াম ফানুস অথবা বেলোয়ারি ঝাড়কে কেন্দ্র করে। রাস উৎসবে দূর দূরান্ত থেকে যে সকল দর্শনার্থী আসেন তারা প্রথমেই দীনদয়াল এবং মঠ বাড়িতে যান বিগ্রহ দেবতা দর্শনে। কয়েকশো বছরের প্রাচীন ঐতিহ্য যেন মন ভরিয়ে দেয় আগত দর্শনার্থীদের।

Related Articles