খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগেই চোটের থাবা ভারতীয় শিবিরে

Injuries plague Indian camp ahead of series against Australia

Truth Of Bengal: আগামী ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হচ্ছে চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ। সেই ম্যাচের কয়েকদিন আগেই পার্থের মাটিতে অনুশীলনের সময় চোটের কবলে পড়ছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। বৃহস্পতিবার বিরাট ও সরফরাজের পর শুক্রবার চোটের কবলে পড়লেন টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য, কেএল রাহুল।

প্রসঙ্গত, রোহিত যদি একান্তই প্রথম টেস্টে মাঠে নামতে না পারেন, তাহলে মেন-ইন-ব্লুজ ম্যানেজমেন্টের পরিকল্পনায় ছিলেন রাহুল। কিন্তু তিনিও সিমুলেশনে চোট পাওয়াতে কিছুটা হলেও চিন্তার ভাঁজ পড়েছে ম্যানেজমেন্টের কপালে। ভারতীয় বোর্ডের সূত্রের খবর, রাহুল চোট পেলেও তা সেইরকম গুরুতর নয়। সুতরাং তাঁর চোট নিয়ে অহেতুক টেনশন করার কিছু নেই।

উল্লেখ্য, পার্থের প্রথম টেস্ট যে মাঠে অনুষ্ঠিত হবে সেই অপ্টাস স্টেডিয়ামের পেস এবং বাউন্সের মোকাবিলা করতে যাতে ভারতীয় ব্যাটসম্যানদের কোনও অসুবিধা না হয়, সেই কারণে ওয়াকাকেই প্র্যাকটিস গ্রাউন্ট হিসেবে বেছে নিয়েছে টিম ইন্ডিয়া। কারণ এই মাঠের সঙ্গে অপ্টাস ক্রিকেট গ্রাউন্ডের যথেষ্ট মিল রয়েছে। পাশাপাশি পার্থের স্থানীয় ক্লাব ক্রিকেটের বোলারদেরও আনা হয়েছে বিরাটদের বিপক্ষে নেটে বল করার জন্য। এদিকে সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার নাকি বিবরাটের চোট কতটা গুরুতর তা জানার জন্য স্ক্যান করা হয়েছে। তবে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Related Articles