দেশ

ব্রাজিল সফরে প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি, সফর তালিকায় গায়ানা ও নাইজিরিয়াও

Prime Minister Narendra Modi's Brazil visit includes Guyana and Nigeria

Truth of Bengal: জি২০ শীর্ষ সম্মেলনে যোগদান করতে ব্রাজিল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সেই সফর তালিকায় রয়েছে, নাইজিরিয়া ও গায়ানাও। জি২০ সম্মেলনে যোগদানের আগেই নাইজিরিয়া যাওয়ার কথা রয়েছে তাঁর। সফর শেষে দেসে ফেরার আগেই আমেরিকার গায়ানা যাবেন নরেন্দ্র মোদি। ব্রাজিল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। জি২০ সম্মেলনে যোগদান করবেন তিনি।

একইসঙ্গে যাবেন গায়ারা ও নাইজিরিয়াতেও। এই সম্মেলন হওয়ার কথা আগামী ১৮-১৯ নভেম্বর। সেই সম্মেলনে যাগদানের আগেই নাইজিরিয়াতে যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির। জানা যাচ্ছে, নাইজিরিয়ার প্রেসিডেন্টের তিনব ারের আমন্ত্রনেই মোদির এই নাইজিরিয়া যাওয়ার সিদ্ধান্ত। প্রায় ১৭ বছর পর সেদেশে পা রাখতে চলেছেন কোনও রাষ্ট্রনেতা। মঙ্গলবারই একথা জানানো হয়। সূত্রের খবর, সেখানে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রদানমন্ত্রী।

সেখানেই বনাইজিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। তারপরই ১৮ এবং ১৯ নভেম্বরের জি২০ সম্মেলনে তার যোগদানর কথা রয়েছে। এই সম্মেলন আয়োজিত হতে চলেছে ব্রাজিলের রিও ডি জেনেইরোয়। তবে শুধুমাত্র এই সম্মলনই নয়, একইসঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে। সেই সমস্ত কাজ শেষ করেই গায়ানার প্রেসিডেন্টের আমন্ত্রনে গায়ানার উদ্দেশে পাড়ি দেবেন তিনি। ১৯ থেকে ২১ নভেম্বর তিনি থাকবেন সেখানে। সেখানেও ভারতের প্রধানমন্ত্রী নিজের বক্তব্য পেশ করবেন। এবং তাপর সেখানেই সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে সামিল হবেন মোদি।

Related Articles