রাজ্যের খবর
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকা
Millions of rupees worth of goods destroyed in devastating fire

Truth of Bengal: বিধ্বংসী আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের কাকুরিয়া গ্রামে। সূত্রে জানা যায় কাঁকুড়িয়া গ্রামের প্রতিমা শিল্পী অনুপ ঘোষালের বাড়ির দোতলা ঘরে আজ দুপুর দিকে হটাৎ আগুন লাগে। সেই সময় প্রতিমা শিল্পী অনুপ ঘোষাল বাড়িতে ছিলেন না।
গ্রামবাসীদের সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘরের ভেতরে থাকা নগদ দু লক্ষ টাকা,বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ঠাকুর তৈরি করার বিভিন্ন রকম সরঞ্জাম আগুনে পুড়ে যায়। পুরো বিষয়টি থানা পুলিশকে জানিয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে মনে করছেন পরিবারের লোক।