মেদিনীপুরে পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, শুরু রুট মার্চ
16 companies of the Central Army arrived in Medinipur, Start route march

Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় পৌঁছল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মেদিনীপুরে পৌছেই জেলা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে টহল বা রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এদিন শালবনী থানা, গুড়গুড়িপাল থানা এবং কোতোয়ালী থানার অধীন এলাকাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তথা এলাকাবাসীদের আশ্বস্ত করতেই এই রুট মার্চ বলেও জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।
মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত খয়েরুল্লাচক, দেলুয়া, বাঘঘরা এবং শালবনীর শালডহরা, দক্ষিণশোল পাশাপাশি মেদিনীপুর সদরের গুড়গুড়ি পাল সহ পার্শ্ববর্তী এলাকায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জেলায় কেন্দ্রীয় বাহিনী চলে আসায় অনেকটাই সাহস পাচ্ছে বিশৃঙ্খলা জড়িত এলাকার মানুষজন। পূর্ববর্তীদের নিয়ে দেখা গেছে বেশ কিছু জায়গায় ভয়েস সঠিকভাবে ভোট দিতে বিরিয়ানি মানুষ। তাই বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনীতে উপনির্বাচন করাতে ভোট পার্সেন্টেজ বেশি পড়বে বলে মনে করছে ওয়াকিবহল মহল।