ওপার বাংলা

সন্ত্রাসবাদকে ‘অভ্যাসে’ পরিণত করবেন না, বাংলাদেশকে বার্তা নয়াদিল্লির

Don't turn terrorism into a 'habit', New Delhi's message to Bangladesh

Truth Of Bengal: শুক্রবার সাংবাদিক বৈঠকে সন্ত্রাসবাদ এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারকে ঘিরে ঢাকার উদ্দেশ্যে কঠোর বার্তা পাঠালো নয়াদিল্লি। সূত্রের খবর, এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আশঙ্কার কথা মার্কিন প্রেসিডেন্টকেও জানিয়েছেন।

একটি প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সম্প্রতি মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিশেষ উপদেষ্টা তৌহিদ হোসেনের। খবর, সেখানে সার্ক-কে উৎসাহিত করতে জয়শঙ্করকে অনুরোধ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। এ বিষয়ে জয়শঙ্করের মত, “বাংলাদেশের পক্ষ থেকে সার্কের প্রসঙ্গ তোলা হয় তাঁর কাছে। পাশাপাশি এও বলা হয়েছে, সন্ত্রাসবাদ-কে যেন কোনওভাবেই অভ্যাসে না পরিণত করে বাংলাদেশ।“

প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বরে জম্মু ও কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর শিবিরে সন্ত্রাসবাদী হামলা হয়। কার্যত, তারপর থেকেই গতি হারাতে থাকে সার্ক সম্মেলন। ওই হামলার দায় তখন পাকিস্তানের ওপর চাপায় ভারত। সাথে এও বলা হয়েছিল, সন্ত্রাসবাদ ও আলোচনা কখনই সমান্তরালভাবে চলতে পারে না।

সম্প্রতি, ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি-র ডিজি সেখানে মন্তব্য করেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সন্ত্রাসের ঘটনাটি নাকি গোটাটাই সাজানো ও পরিকল্পিত। এমনকি, দূর্গাপুজোর বিষয়টি নিয়েও যথেষ্ট নিরাপত্তার প্রসঙ্গ উঠে আসে। আজ এই সংক্রাম্ত মন্তব্য করতে গিয়ে জয়সওয়াল বলেন, “মোদীর সাম্প্রতিক ওয়াশিংটন সফরে এই বিষয়টি নিয়ে আশঙ্কার কথা জানানো হয়েছে আমেরিকাকে।“ পাশাপাশি, বাংলাদেশের তরফে কিছু বিরোধী মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল জানান, “ভারত সবদিকেই নজর দিয়ে চলেছে।“

Related Articles