ওপার বাংলা

ইসি-র সঙ্গে বৈঠকের পর জামাত জানাল সংস্কার ছাড়া অবাধ অসম্ভব

After meeting with EC, Jamaat says freedom is impossible without reforms

Truth Of Bengal: ‎বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সংস্কার ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সংস্কারের জন্য সময় দিতে প্রস্তুত জামাত।’ বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশের রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দীন-সহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে জামাতের ৬ সদস্যের প্রতিনিধি দল।

বৈঠক শেষে  মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মতবিনিময় হয়েছে। সক্ষমতা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়েছে। আমরা ২৩ দফা দাবি জানিয়েছি।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘জনগণ চায় স্থানীয় সরকার সচল হোক, আমরাও চাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। এছাড়া আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে বলেছি। বাংলাদেশের জন্য এটি প্রয়োজন, সংসদ কার্যকরের জন্য প্রয়োজন। পাশাপাশি প্রবাসী ভোটারদের ভোট দেয়ার সুযোগ করে দিতে হবে বলেছি।

এছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন আইন বিধি কঠোর, তা বাতিল করা উচিত।’ সবার রাজনীতি করার অধিকার আছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে জামাত সেক্রেটারি বলেন, ‘৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামাত। প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ জামাতের নিবন্ধনের বিষয় আদালতে পেন্ডিং আছে। আমরা আশা করি ন্যয়বিচার পাব এবং দাঁড়িপাল্লা প্রতীক পাব।’

Related Articles