দেশ

বাজি কারখানায় বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ৩

MP Factory Blast

The Truth of Bengal: মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশের হারদায় মাগারদা রোডের বৈরাগড় রেহতার একটি বাজি কারখানায় ভয়াবহ আগুন লাগে। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিক সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের নাম সোমেশ আগরওয়াল, রফিক খান ও রাজেশ আগরওয়াল। জানাগিয়েছে, রাজেশ ওই কারখানার মালিক। রাজেশের বিরুদ্ধে অভিযোগ, কারখানায় বিস্ফোরণের পর গাড়ি করে দিল্লির উদ্দেশে পালিয়ে যাচ্ছিল সে। পুলিশের অনুমান, বিস্ফোরণের ঘটনার সঙ্গে সোমেশ ও রফিকের কোনও যোগসূত্র রয়েছে। বাজি কারখানায় বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের পাশাপাশি সেখানে পৌঁছয় পুলিশ।  শুরু হয় উদ্ধারকাজ।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পৌঁছয় শতাধিক অ্যাম্বুল্যান্স। দমকলের বহু ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে ১৭৪ জনকে উদ্ধার করা হয়। জানাগিয়েছ, তাঁদের মধ্যে ৩৪ জনকে ভোপাল ও হোসাঙ্গাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি ১৪০ জন আহতকে ভর্তি করানো হয় জেলা হাসপাতালে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত কারখানায় বিস্ফোরণের মৃত্যু সংখ্যা ১০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। বিস্ফোরণের জেরে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় ওই এলাকা।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সেই সময় বহু শ্রমিক কারখানার ভিতরেই ছিলেন। বিস্ফোরণের ফলে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, শ্রমিকেরা ভিতরেই আটকে পড়েন। জানা গিয়েছে, কারখানার ভিতরে ১০০ জন শ্রমিক ছিলেন। বিস্ফোরণের পর পরই কারখানা সংলগ্ন ৬০টি বাড়িতে আগুন ধরে যায়। সেই বাড়িগুলি থেকে বাসিন্দাদের উদ্ধার করা হয় বলে প্রশাসন সূত্রে খবর। আরও একশোটি বাড়ি দ্রুত খালি করে দেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন পর পর ১০ থেকে ১৫টি জোরালো বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের আওয়াজ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছে। আকাশে আগুনের হলকা ও ধোঁয়া দেখা যায় বহু দূর থেকে। আতঙ্কে লোকজন ওই এলাকা ছেড়ে পালায়।

Related Articles