রাজ্যের খবর

ভাল্লুককে নিয়ে খেলা দেখাতে গিয়ে বন দফতরের হাতে গ্রেফতার এক যুবক

A young man was arrested by the forest department while trying to play with a bear.

Truth Of Bengal: ভাল্লুকের খেলা দেখাতে গিয়ে বন দফতরের হাতে গ্রেফতার এক যুবক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার সারেঙ্গা রেঞ্জের পিঠাবাকড়া গ্রামে। বন দফতরের জানিয়েছে, প্রাপ্ত বয়স্ক ওই পুরুষ ভাল্লুকটি ‘শ্লথ বিয়ার’ প্রজাতির। মূলত ভারতের বিভিন্ন অরণ্যে ওই প্রজাতির ভাল্লুক দেখতে পাওয়া যায়।

শনিবার দুপুরে হঠাতই বন দফতর খবর পায়, সারেঙ্গা ব্লকের পিঠাবাকড়া গ্রামে ভাল্লুক নিয়ে খেলা দেখাচ্ছেন এক যুবক। তার পরই শুরু হয় অভিযান। ভাল্লুক-সহ ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃত যুবকের নাম মোহম্মদ রাজ কালান্দর, বাড়ি বিহারের বাঁকা জেলার ডালিয়া গ্রামে।

এই ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা সংশোধন আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ধৃতের কাছে এই ধরনের আরও কোনো বন্যপ্রাণী রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা চলছে। রবিবার সকালে ওই যুবককে খাতড়া মহকুমা আদালতে পেশ করা হবে বলে বন দফতর জানিয়েছে।

Related Articles