রাজ্যের খবর

দড়ি ছিঁড়ে পড়ে আহত যুবক, চাঞ্চল্য এলাকাজুড়ে

Youth injured after rope breaks, creating panic in the area

Truth Of Bengal: জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বানারহাট ব্লকের উত্তর চানাডিপা এলাকায় চড়ক পুজার সময় ঘটে গেল একটি দুঃখজনক ঘটনা। প্রতি বছরের মতো এবারও এলাকায় ধর্মীয় রীতি মেনে চড়ক পুজা ও মেলার আয়োজন করা হয়। স্থানীয়দের পাশাপাশি পাশের গ্রাম থেকেও বহু মানুষ এই মেলায় অংশ নিতে আসেন। উৎসব মুখর পরিবেশে চলছিল পুজার নানা আচার অনুষ্ঠান।

চড়ক পুজার অন্যতম আকর্ষণ, চড়ক ঘোরানো চলছিল নিয়ম মেনেই। সেই অনুযায়ী, এক যুবক দড়ির সাহায্যে ঘূর্ণায়মান চড়কে ঝুলে ছিলেন। হঠাৎ করে একটি দড়ি ছিঁড়ে যায় এবং ওই যুবক মাটিতে পড়ে যান। ঘটনাটি এতটাই আকস্মিকভাবে ঘটে যে মেলায় উপস্থিত মানুষের মধ্যে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই আতঙ্কে দিক বিদিক ছুটতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর দ্রুত আহত যুবককে স্থানীয় মানুষজন ও পুজা কমিটির সদস্যরা উদ্ধার করে বানারহাট স্যাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা জানান, প্রাথমিক ভাবে তাঁর শরীরে গুরুতর আঘাতের চিহ্ন  না থাকলেও  নরম টিস্যু ইনজুরি হয়েছে। চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় পুজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। পূজোর রীতি অনুযায়ী সবরকম নিরাপত্তা ব্যবস্থা রাখা হলেও দড়ি ছিঁড়ে যাওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তাঁর জন্য আরও শক্তপোক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা আশ্বাস দিয়েছেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়েছে। পুজোর সময় নিরাপত্তা ব্যবস্থা কতটা পর্যাপ্ত ছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।

Related Articles