রাজ্যের খবর

লক্ষ্যাধিক টাকার গাঁজাসহ গ্রেফতার যুবক

Youth arrested with marijuana worth Rs

The Truth Of Bengal,বসিরহাট ,মন্টু সাহাজী: লক্ষাধিক টাকার গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ। বুধবার ধৃত যুবককে পাঠানো হল আদালতে।মিনাখাঁর বামনপুকুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় এক যুবক গাঁজা নিয়ে নদী পেরোনোর চেষ্টা করছিল।

গোপন সূত্রে খবর পেয়ে মিনাখাঁ থানার পুলিশ ওই বামনপুকুর ফেরিঘাটে পৌঁছে আজগার মোল্লা নামে ওই যুবককে আটক করে। তার কাছে থাকা দুটি ব্যাগের মধ্যে থেকে প্রায় সাত কিলো গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বর্তমান বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা। সঙ্গে সঙ্গে ওই যুবককে গ্রেফতার করে মিনাখাঁ থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই যুবকের বাড়ি হাসনাবাদের রাজাপুর এলাকায়।

তবে সেই গাঁজা কোথা থেকে নিয়ে আসছিল, কোথায় কিভাবে বিক্রি করতো এই গাজা সেই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে বিস্তারিত ভাবে জানার জন্য ওই যুবককে বুধবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে পাঠিয়েছে পুলিশ।

Related Articles