দুর্গাপুর ব্যারেজে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের!
Young man tried to commit suicide by jumping into Durgapur barrage!

Truth Of Bengal : ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ব্যারেজে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, ঝাড়খণ্ড এর বাসিন্দা রাহুল মোদি। তবে তিনি বর্তমানে দুর্গাপুরের করঙ্গ পাড়ায় থাকতেন। মঙ্গলবার সকালে স্কুটি নিয়ে এসে দুর্গাপুর ব্যারেজে তিনি ঝাঁপ দেন বলে খবর। পরে বিষয়টি জানতে পেরে তার পরিবারের লোকজন দুর্গাপুর ব্যারেজে আসেন। খবর পেয়ে আসেন বড়জোড়া থানার পুলিশ এবং অন্যদিকে দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ। আরও পরে বড়জোড়া থানার পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের দিয়ে ব্যারেজ এ তল্লাশি চালালেও ওই যুবকের খোঁজ মেলেনি।দুর্গাপুর ব্যারেজে নিখোঁজ যুবকের খোঁজ তল্লাশি শুরু করল বিপর্যয় মোকাবিলা দপ্তরে কর্মীরা । মঙ্গলবারের পর বুধবারেও তাঁর খোঁজে তল্লাশি চলছে।