রাজ্যের খবর

বেপরোয়া বাইকের গতিতে প্রাণ হারাল যুবক

Young man killed in motorcycle crash

Truth Of Bengal: মর্মান্তিক দুর্ঘটনা। আচমকাই  দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ১ যুবকের। নদিয়া শান্তিপুরের হরিপুর অঞ্চলের ঘটনা। সূত্রের খবর সোমবার  রাতে মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে  আজিজ শেখ নামে ১৯ বছর বয়সী এক  যুবক নদিয়ার শান্তিপুরের হরিপুরে যাচ্ছিল ।  তখনই অন্যদিক দিয়ে আসা একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে দুই যুবক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা আজিজকে  মৃত বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবেই তাঁর  মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। মঙ্গলবার মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

জানা গেছে দুর্ঘটনায়  অন্য এক যুবকের অবস্থাও যথেষ্টই আশঙ্কা জনক। তাঁকে  কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেছে চিকিৎসকেরা। বলা বাহুল্য, বাইকের রেষারেষিতে মৃত্যুর ঘটনা প্রথম নয়। এরআগেও ঘটেছে এমন ঘটনা। আর এবার  খুশির ঈদ উৎসবের রাতে বেপরোয়া বাইক চালানোর কারণে  আবারো চলে গেল একটি তরতাজা প্রাণ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles