রাজ্যের খবর

মাঝরাতে পুকুরে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলো যুবক

Young man drowns while fishing in pond in the middle of the night

Truth Of Bengal: বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বণিকজোতে মাছ ধরতে নেমে পা পিছলে জলাশয় পড়ে মৃত্যু এক ব্যক্তির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম প্রসেনজিৎ সরকার (৩০)।

সে ফাঁসি দেওয়া ব্লকের বণিকজোত এলাকার বাসিন্দা। জানা গিয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল ওই ব্যক্তি। এরপর আচমকাই পা পিছলে জলাশয়ে পড়ে যায়। জলাশয় গভীর থাকায় ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি। এই দেখে অন্যান্য ব্যক্তিরা খবর দেয় স্থানীয় বাসিন্দা ও পুলিশকে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই পরিষ্কার হবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অপরদিকে এই ঘটনায় পরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles