
The Truth of Bengal: উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গল থেকে কাঠ পাচার বন্ধ করতে কঠোর ভূমিকা নিয়েছে রাজ্য প্রশাসন। বাড়ানো হয়েছে নিরাপত্তা। সতর্ক থাকছেন বন আধিকারিকরা। বন দফতরের তৎপরতায় উদ্ধার করা হয়েছে কয়েক লক্ষ টাকার কাঠ। নিউ জলপাইগুড়ি এলাকায় অভিযান চালিয়ে বৈকুন্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা সেনা বাহিনীর গাড়ি থেকে উদ্ধার করেছে লক্ষাধিক টাকার কাঠ।
অন্যদিকে জলপাইগুড়ি বনবিভাগের মোরাঘাট রেঞ্জের তোতাপাড়া ও খট্টিমারি বিটের বনকর্মীরা কাঠ পাচার রুখে দিতে সক্ষম হয়েছে। অবৈধ ভাবে জঙ্গল থেকে গাছ কেটে চেরাই করে পাচার করার ছক কষেছিল কাঠ পাচারকারীরা। মূল্যবান শাল, সেগুন গাছ কেটে তা চেরাই করে মোগলকাটা বস্তির একটি বাড়ির পিছনে মজুত রেখেছিল। গোপন সূত্রে খবর পেয়ে বন আধিকারিকরা অভিযান চালিয়ে ওই কাঠ উদ্ধার করে।
তবে পাচারকারীদের ধরা সম্ভব হয়নি। ডুয়ার্সের বানারহাট ব্লকের মোগলকাটা বস্তি এলাকার ঘটনা। উদ্ধার হওয়া কাঠ মোরাঘাট রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়েছে। উদ্ধার হওয়া কাঠের পরিমাণ প্রায় ৪০ সিএফটি এবং যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাচারকারীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে সেনাবাহিনীর গাড়িতে কোথা থেকে কাঠ এলো কোথা থেকেই বা আনা হচ্ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।
Free Access