চালসায় ট্রেনের ধাক্কায় আহত মহিলা, ভর্তি হাসপাতালে
Woman injured after being hit by train in Chalsa, hospitalised

Truth Of Bengal: জলপাইগুড়ি জেলার ডুয়ার্স এলাকার চালসা রেলস্টেশন সংলগ্ন রেললাইনে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলেন মায়াদেবী ভুজেল নামে এক মহিলা। আহত ওই মহিলা চালসা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে মায়াদেবী ভুজেল রেল লাইনের ধার ঘেঁষে হাঁটছিলেন। ঠিক সেই সময় আলিপুরদুয়ারগামী একটি প্যাসেঞ্জার ট্রেন দ্রুতগতিতে ছুটে আসে এবং আচমকাই তাকে ধাক্কা মারে। ধাক্কা খেয়ে তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন এবং গুরুতর জখম হন।
ঘটনার পরেই তৎপর হয়ে ওঠেন এলাকার মানুষজন। চালসার মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের এনসিসি ক্যাডেটরা দ্রুততার সঙ্গে আহত মহিলার পাশে দাঁড়ান। তারা ওই মহিলাকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর, আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বর্তমানে মায়াদেবী ভুজেল উত্তরবঙ্গ মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার আঘাত যথেষ্ট গুরুতর, তবে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রেললাইনের ধারে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে মহিলা ট্রেনের ধাক্কায় পড়লেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সতর্কবার্তা থাকা সত্ত্বেও কীভাবে এই বিপত্তি ঘটল, সে বিষয়েও নজর দিচ্ছেন তদন্তকারীরা।