রাজ্যের খবর

হাড়হিম করা কাণ্ড মধ্যমগ্রামে! স্ত্রীর দেহ টুকরো টুকরো করে খালে ফেলল স্বামী

Madhyamgram

The Truth of Bengal: শ্রদ্ধাকাণ্ডের ছায়া এবার মধ্যমগ্রামে। স্ত্রীকে মেরে টুকরো টুকরো করে দেহ খালে ফেলল স্বামী। অন্যদিকে স্ত্রীকে মেরে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করল স্বামী। এখনও পর্যন্ত সেই খাল থেকে মুখের কিছুটা অংশ ও হাতের টুকরো উদ্ধার করতে পেরেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতের নাম সায়রা বানু এবং অভিযুক্ত স্বামী নুরউদ্দিন মণ্ডল।

পুলিশ সূত্রে খবর, বছর ৫৫-এর নুরউদ্দিন মণ্ডল কিছুদিন আগে মধ্যমগ্রাম থানায় স্ত্রীয়ে নামে একটি মিসিং ডায়েরি করেন। এরপর তদন্তস্বার্থে চলে তল্লাশি, সেইসঙ্গে নুরউদ্দিনকে বেশ কয়েকবার জেরাও করে তদন্তকারীরা। পুলিশ আরও জানায়, জেরার মুখে পড়ে  বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে নুরউদ্দিনের। আর তাতেই চাপে পড়ে যায় সে।

এরমধ্যে সোমবার পুলিশের কাছে খবর আসে এক ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখে বাড়ি থেকে অন্যত্র গিয়ে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে নুরউদ্দিন।   এরপর তাঁকে দ্রুত বারাসাত হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে যাওয়ার পথেই নুরউদ্দিন পুলিশের কাছে স্বীকার করে, তিনিই স্ত্রীকে গলায় ছুরির কোপ মেরে হত্যা করেছেন। কিন্তু কেন এই নৃশংস হত্যা? সেই উত্তর জানতে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

Free Access

Related Articles