উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বায়ুসেনার আপতকালীন রানওয়েতে ধস নেমেছে
Within months of its inauguration, the Air Force's emergency runway collapsed

Truth of bengal: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বায়ুসেনার আপতকালীন রানওয়েতে ধস নেমেছে। যারজন্য দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে পঃমেদিনীপুরের বেলদায়। এলাকাবাসীর অভিযোগ,নিম্নমাণের সামগ্রী দিয়ে এই রানওয়ে তৈরি হওয়ায় ফাটল ধরছে।পুলিশ এলাকা ঘিরে রেখেছে। দুর্ঘটনা এড়াতে সজাগ রয়েছে রাজ্যের পুলিশ।
১১ মার্চ উদ্বোধন করা হয় বায়ুসেনার আপতকালীন রানওয়ে। বেলদা থানার পোক্তাপোল থেকে শ্যামপুরা পর্যন্ত তৈরি হয়েছে এই রানওয়ে।ঘটা করে উদ্বোধনের ৬মাসের মধ্যেই দেখা গেল ফাটল এবং কিছু জায়গায় ধস নেমেছে। এই ঘটনা নিয়ে আশঙ্কায় যাত্রীরা। এলাকার মানুষের দাবি, রানওয়ে তৈরির সময় থেকেই নিম্নমানের কাজ চলছিল। সেই সময় অভিযোগ জানালেও কর্ণপাত করেনি নির্মাণকারী সংস্থা। নিম্নমাণের কাজের ফলেই বাখরাবাদ-এর কাছে জাতীয় সড়কে ধস নেমেছে। ধস নামায় আতঙ্কিত এলাকার মানুষ। তাদের দাবি, জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনরকম বালি বস্তা ও অন্যান্য উপকরণ দিয়ে ধস রক্ষার চেষ্টা করা হলেও তা টেকেনি।
নিম্নচাপের ফলে টানা তিনদিনের বৃষ্টিতে ফের ধস নেমেছে জাতীয় সড়কের বাখরাবাদের স্কুল মোড়ের কাছে। এলাকার এমন খারাপ পরিস্থিতিতে উদ্বিগ্ন এলাকার মানুষ। তাদের বক্তব্য, এলাকা দিয়ে বহু যানবাহন চলাচল করে। পাশেই রয়েছে বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ। স্কুলের ছাত্র-ছাত্রীরাও এই পথ ধরে যাতায়াত করে। ফলে যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। দাবি উঠেছে, দ্রুত জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তাটি পুনঃনির্মাণ করুক।