“ভোটের মুখে কেন দূরদর্শনের লোগোর রং গেরুয়া”, প্রশ্ন মমতার
"Why is Doordarshan's logo ocher in the face of voting", asked Mamata

The Truth Of Bengal : দূরদর্শনের লোগোর রং পাল্টে দেওয়া নিয়ে আবারও একবার তীব্র প্রতিবাদ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বালুরঘাটের কুমারগঞ্জের সভা থেকে তিনি জানান, “দূরদর্শনের রং গেরুয়া হচ্ছে কী ভাবে? রেল স্টেশনের রং কী ভাবে হচ্ছে? আমাদের গর্ব সেনাবাহিনীর বাড়ির রং গেরুয়া হচ্ছে। যাঁরা সাধু হচ্ছেন, তাঁদের অপমান নয়? কাশীতে পুলিশকেও গেরুয়া পরিয়েছেন। কবে বলবে দেখবেন, সকালে গেরুয়া শরবত খেতে হবে। কে কী পরবেন, রং পছন্দ করবেন নিজের বিষয়।”
রবিবার দ্বিতীয় দফার ভোটের প্রচারে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রথম সভা বালুরঘাটে। এরপর দ্বিতীয় সভা রয়েছে রায়গঞ্জে। বালুরঘাটে বিদায়ী সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী বিপ্লব মিত্রের হয়েই প্রচারে আসেন তৃণমূল সুপ্রিমো।
রবিবারের এই সভাস্থল থেকে কারোর নাম না করে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে আক্রমণ করে মমতা বলেন, ” বিজেপি দেশ বিক্রি করে দিয়েছে। সংবিধান ভেঙে দিয়েছে। আমাদের লোকেরা বুক চিতিয়ে সংসদে লড়াই করে। আপনাদের সাংসদ ঠান্ডা ঘরে ঘুমায়। কোনও কথা বলে না। বলে বাংলায় ১০০ দিনের কাজের টাকা দিও না। যে লোক বলে বাংলাকে বঞ্চিত করো, টাকা দিও না, তাঁদের আপনারা ভোট দেবেন? এঁরা বারবার প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেছে বাংলাকে টাকা দেবেন না।”
এদিনের সভা থেকে সিপিএম ও কংগ্রেসকে-ও আক্রমণ করেন মমতা। বলেন, জলপাইগুড়িতে সিপিএম বাড়ি বাড়ি গিয়ে বলেছে, ভোট বিজেপিকে দাও। ফরওয়ার্ড ব্লককে নয়। কংগ্রেস ভোট ভাগ করার জন্য দেখে দেখে দাঁড়িয়েছে। একটা বিজেপির আসন কমলে দিল্লিতে বিজেপির চলে যাওয়া।’