কলকাতারাজ্যের খবর

Guru Gobind Singh Jayanti: গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিনে ২৭ ডিসেম্বর ছুটি ঘোষণা নবান্নের

আগামী ২৭ ডিসেম্বর, শনিবার রাজ্য সরকারের অধীন সমস্ত দফতর, কর্পোরেশন, স্বশাসিত সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Truth of Bengal: গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন উপলক্ষে রাজ্যজুড়ে সরকারি ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার নবান্নের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর, শনিবার রাজ্য সরকারের অধীন সমস্ত দফতর, কর্পোরেশন, স্বশাসিত সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই ছুটি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সব অফিসেই কার্যকর হবে।

সচিবালয় থেকে জেলা প্রশাসনের দফতর, বিভিন্ন বোর্ড ও কর্পোরেশন, সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান,সব ক্ষেত্রেই ওই দিন কাজকর্ম বন্ধ থাকবে। ফলে সরকারি কর্মীদের পাশাপাশি উপকৃত হবেন স্কুল-কলেজের পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের একাংশও। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশের সময় যে নির্দেশিকা জারি করা হয়েছিল, তারই ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই তালিকায় গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন উপলক্ষে ছুটির উল্লেখ ছিল। মঙ্গলবার সেই সিদ্ধান্ত কার্যকর করতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হল।

Related Articles