স্বাস্থ্য ক্ষেত্রে বড় খবর! মোবাইল মেডিক্যাল ইউনিটের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, এটি কী জানেন?
এখানে রাজ্যের এমপিদেরও টাকা ব্যবহার করা হবে। মোবাইল মেডিক্যাল ইউনিট কী? কীভাবে এটি মানুষকে সাহায্য করবে?
Truth Of Bengal: ‘দুয়ারে স্বাস্থ্য’! মঙ্গলবার স্বাস্থ্যক্ষেত্রে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের স্বার্থে এদিন তিনি উদ্বোধন করলেন মোবাইল মেডিক্যাল ইউনিট। প্রত্যন্ত অঞ্চলের মানষের জন্য বড় সুবিধা হয়ে উঠবে এই পরিষেবা। এখানে রাজ্যসভার এবারের এমপি ল্যাডের টাকাও ব্যবহার করা হবে। মোবাইল মেডিক্যাল ইউনিট কী? কীভাবে এটি মানুষকে সাহায্য করবে?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এটি দুয়ারে স্বাস্থ্য-র মতো, স্বয়ং সম্পূর্ণ ভ্রাম্যমান স্বাস্থ্য ক্লিনিক। যেখানে চিকিৎসক থাকবেন, নার্স থাকবেন, টেকনিশিয়ন থাকবেন, প্রোয়জনীয় সরঞ্জাম সহ ওষুধ থাকবে। এই ভ্রাম্যমান স্বাস্থ্য ক্লিনিক প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে পৌঁছে যাবে। ইতিমধ্যে ২১০টি ভ্রাম্যমান স্বাস্থ্য ক্লিনিক তৈরি রয়েছে। মঙ্গলবার ১১০টি চারিদিকে যাবে।
View this post on Instagram
মুখ্যমন্ত্রী জানান, “এই ইউনিটের অর্থসংস্থান রাজ্যসভার সাংসদদের অনুদান এবং বিদ্যুৎ দফতরের সিএসআর তহবিল থেকে করা হয়েছে। রাজ্যসভার সাংসদদের ৬০ কোটি টাকা এবং সিএসআর মিলিয়ে মোট ৮৪ কোটি টাকায় এই প্রকল্প গড়ে তোলা হয়েছে। আগেও আমরা একাধিক অ্যাম্বুলেন্স দিয়েছি, এবার আরও বড় পদক্ষেপ নেওয়া হল।”
তিনি আরও বলেন, “এটা সাধারণ মোবাইল ইউনিট নয় — এটা একেবারে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক। ইসিজি, ব্লাড টেস্ট, আল্ট্রাসাউন্ড-সহ নানা পরীক্ষা-নিরীক্ষার সুবিধা থাকবে। শিশু ও গর্ভবতী মায়েরা এতে বিশেষভাবে উপকৃত হবেন। সিরিয়াস রোগীকেও এখানে আনা সম্ভব হবে।”





