রাজ্যের খবর

গানের মধ্যে ভোটের প্রচার, গৌড়বঙ্গের মানুষের মধ্যে গম্ভীরা গান সাড়া ফেলছে

Voting in song

The Truth of Bengal: ভোট উত্সবের অঙ্গনে আসুন। নিজের ভোট নিজে দিন। এই বার্তা ছড়িয়ে দিচ্ছেন মালদার মহিলা গম্ভীরা শিল্পীরা। গৌড়বঙ্গের মানুষের মধ্যে এই গম্ভীরা গান বেশ সাড়া ফেলছে। উত্সাহী মানুষ মন দিয়ে শুনছেন শিল্পীদের কথা। কমিশনের নির্দেশে অভিনব কায়দায় এই প্রচার গণতন্ত্রের মুক্ত আঙিনায় আলাদা আবেদন রাখছে।

আম আদমিকে ভোটের উত্সবে মাতোয়ারা করতে নির্বাচন কমিশন,ম্যাসকট হিসেবে ফজলিবাবুকে সামনে এনেছিল। এবার গম্ভীরার মতো লোকসংস্কৃতির লোকপ্রিয় মাধ্যমকে ভোটদানে উত্সাহিত করার কাজে লাগানোর চেষ্টায় কমিশন।প্রচারের এই অন্য আঙ্গিক,আমজনতার মন ছুঁয়ে যাচ্ছে। গম্ভীরার সহজ-সরল কথা হাস্যরসের মাধ্যমে তুলে ধরার ফলে সর্বস্তরেই তা জনপ্রিয় হয়ে উঠেছে

হবিবপুর ব্লক সিস্টেমেটিক ভোটার’স এডুকেশন অ্যান্ড ইলেক্টরাল পার্টিসিপেশন প্রোগ্রাম সেল-এর দ্বারা নতুন ভোটারদের ভোটদানের গুরুত্ব ও উৎসাহ প্রদানের লক্ষ্যে হবিবপুর ব্লকের বিভিন্ন এলাকায় এই গম্ভীরা গান পরিবেশন করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, কেউ হুমকি দিলে ভয় না পেয়ে ভোটারদের কী করণীয় তাও প্রচারে তুলে ধরা হচ্ছে। এ ছাড়া হেঁসেল ছেড়ে ভোটকেন্দ্রে গিয়ে লাইন দিয়ে ভোট দিতে হবে বলে গ্রামাঞ্চলে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনীহা লক্ষ করা যায়। গম্ভীরার মাধ্যমে সেই মহিলা ভোটারদের উত্সাহী করার জন্য এই মহিলা শিল্পীদের বেছে নেওয়া হয়েছে।

ভোট দান নিশ্চিত করতে নির্বাচন কমিশন  এ বার নিরাপত্তায় নজর দেওয়ার মতোই সচেতনতাতেও জোর দিচ্ছে  বিশেষ করে যে এলাকায় আগের নির্বাচনে ভোটদানের হার ছিল কম, সেখানে ভোটারদের সচেতন করতে হবে বলে কমিশনের তরফে নির্দেশ রয়েছে।

Related Articles