রাজ্যের খবর

পাঁচ বছর পর পর্যটকদের জন্য ফের খুলল বিশ্বভারতীর দরজা

Visva-Bharati reopens its doors to tourists after five years

Truth of Bengal: পাঁচ বছর পর ফের পর্যটকদের জন্য খুলে দেওয়া হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রবীরকুমার ঘোষ। তারপরই নেওয়া হল এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

করোনা মহামারির সময় ক্যাম্পাসে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই সময় উপাচার্য ছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলেও এই নিষেধাজ্ঞা বহাল ছিল, যা নিয়ে স্থানীয় বাসিন্দা ও বিশ্বভারতীর প্রাক্তনীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছিল।

নতুন উপাচার্য দায়িত্ব নিয়েই এই বিষয়ে পরিবর্তন আনলেন। তিনি জানান, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার পর পর্যটকদের বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরে দেখার দাবি ক্রমেই জোরাল হচ্ছিল। হেরিটেজ ও পর্যটনকে একসঙ্গে সংযুক্ত করাই তাঁর লক্ষ্য। তবে পর্যটনকে উৎসাহিত করার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পর্যটন ও নিরাপত্তার পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ।

Related Articles