কলকাতারাজ্যের খবর
Trending

ভাইরাল জয়ন্তের পুরোনো ভিডিও, বিজেপির বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ তৃণমূলের

Viral Jayanthi old video, Trinamool accuses BJP of dirty politics

The Truth Of Bengal: সামনে এসেছে আরও একটি ভাইরাল ভিডিয়ো। যে ভিডিওতে দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটির আড়িয়াদহের জয়ন্ত সিং ও তার দলবলের নারকীয় অত্যাচারের ছবি। আড়িয়াদহ কাণ্ডে জড়িত জয়ন্ত সিং ইতিমধ্যেই পুলিশের জালে। তার দলবলের অধিকাংশই পুলিশের জালে। এক যুবক ও তার মাকে বেধড়ক মারধর করার ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে জয়ন্ত সিং ও তার সাগরেদদের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে ।

ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ট্রুথ অফ বেঙ্গল। ওই ভিডিয়োতে দেখা যায় এক তরুণীকে একটি ঘরের মধ্যে আটকে রেখে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছে জয়ন্ত সিং ও তার দলবল। তরুণী যন্ত্রণায় কাতরাতে থাকে। ওই কিশোরী সাহায্যের জন্য আর্তনাদ করলেও মেলেনি কোন সাহায্য। জয়ন্ত সিংকেও লাঠি হাতে মারতে দেখা গিয়েছে ওই ভিডিয়োতে।
এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দলের মুখপাত্র ঋজু দত্ত। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, এটা একটা পুরনো ভিডিয়ো। ২০২১ সালের মার্চ মাসের ভিডিয়ো এটি। যেখানে অভিযুক্ত জয়ন্ত সিং এবং তার সঙ্গীরা। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্ত দুইজন জেলে।

তিনি আরো লিখেছেন ওই ভিডিওতে দেখে মনে হচ্ছে যার উপর অত্যাচার চলছে সে একজন পুরুষ। আমরা ওই ভিডিয়ো খতিয়ে দেখছি। বিজেপি সরাসরি একজন মহিলা বলে চিহ্নিত করেছে।বিজেপি পুরনো ভিডিয়ো সামনে এনে তৃণমূল কংগ্রেসকে কলুষিত করার চেষ্টা করছে। নোংরা রাজনীতিতে নেমেছে বিজেপি। বাংলার মানুষ এই বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। মন্তব্য করেছেন তৃণমূল নেতা ঋজু দত্ত।

Related Articles