শান্তিনিকেতনের ওয়ার্ল্ড হেরিটেজ তকমা, ফের বেফাঁস মন্তব্য উপাচার্যের
VS's Controversial statement

The Truth of Bengal: বেফাঁস মন্তব্য ফের একবার করে বসলেন বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শান্তিনিকেতনে আশ্রমিক রাবীন্দ্রিকদের জঞ্জাল বলে মন্তব্য করেছেন। আর এতেই ফের একবার নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
রবিবারই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার তকমা দিয়েছে ইউনেস্কো। সেই উপলক্ষে সোমবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় শ্রীনিতেকতে। সেই সঙ্গে রয়েছে বিশ্বকর্মা পুজো। প্রতিবছরের মতো, এবছরেও শিল্পোৎসবের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে বিশ্বভারতীর আশ্রমিকদের জঞ্জাল বলে মন্তব্য করেন। তিনি জানান, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে, তার জন্য আশ্রমিকদের কোনও ভূমিকা নেই। কারণ তাঁরা কোনও সহযোগিতা করেননি।
উল্টে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, ভবিষ্যতে এই তকমা ধরে রাখতে পারবে তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? পাশাপাশি এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও সমস্ত বিশ্বভারতীর কর্মীদের সাহায্যের জন্য এটা সম্ভব হয়েছে।
প্রসঙ্গত উপাচার্যের এই বেফাঁস মন্তব্য নতুন নয়, এর আগেও তিনি একাধিকবার তোপ দেগেছেন। তার জন্য তাঁর বিরুদ্ধেও সোচ্চার হয়েছিলেন বিশ্বভারতীর আশ্রমিক ও রাবীন্দ্রিকরা। উপাচার্য তাঁদের শিক্ষগত যোগ্যতা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছিলেন।