
The Truth of Bengal: ফোনে খুন করার হুমকি। হুমকির ৪৮ ঘণ্টার মধ্যে ঘরের ভেতর থেকে টোটো চালকের মৃতদেহ উদ্ধার। মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা পুরাতন মালদা থানার রসিলাদহ বাগানপাড়া এলাকায়।
জানা গেছে মৃত টোটো চালকের নাম নেপাল মন্ডল। গত এক সপ্তাহ আগে নেপাল মন্ডলের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এলাকারই কয়েকজন যুবককে সন্দেহ করে নেপাল মন্ডল। এই নিয়ে গ্রামে সালিসি সভাও বসে। কিন্তু কোন মীমাংসা না হওয়ায় নেপাল মণ্ডল পুরাতন মালদা থানার দ্বারস্থ হওয়ার কথা চিন্তাভাবনা করে।
এরপরই গত পরশুদিন রাত্রে নেপাল মণ্ডল কে ফোন করে কে বা কারা খুনের হুমকি দেয় বলে অভিযোগ। সেই হুমকির ৪৮ ঘন্টা না কাটতেই আজ নিজের ঘর থেকে ওই টোটো চালকের মৃতদেহ উদ্ধার হয়।