তালের পিঠে খেয়ে মৃত দুই বোন, গুরুতর অসুস্থ আরও এক
Two sisters died after eating palm oil, another seriously ill

The Truth Of Bengal,বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা: পরপর দুই বোনের অস্বাভাবিক মৃত্যুর পর আরেকটি বোন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার হরিণ খোলা গ্রামে।
মৃত দুই বোনের নাম পাপিয়া পাল ১১ বছর,শ্রাবণী পাল ৪ বছর। ৫ বছরের মিষ্টি পাল ডায়মন্ডহারবার হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে জানা গেছে গতকাল তালের রুটি ও সঙ্গে দুধ খেয়ে ছিল পরিবার। ওই খাবার খেয়ে অসুস্থ হয়ে পরে তারা।
অসুস্থ হয়ে পড়ে তিন বোন সঙ্গে সঙ্গে কুলপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত্যু ঘটে শ্রাবণী পালের। পাপিয়া পাল ও মিষ্টি পালকে ডায়মন্ড হারবারে নিয়ে গেলে সোমবার সকালে পাপিয়া পালের মৃত্যু হয়। এই পাল দম্পতির ৪ টি মেয়ে। বড় মেয়েটি বিবাহিত, বাড়িতে তিনটি মেয়ে বয়স অনুযায়ী স্কুলে যাচ্ছিল কি কারনে এই মৃত্যু তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। ইতিমধ্যে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।