রাজ্যের খবর

সুতিতে বাইক-লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম দুই

Two seriously injured in bike-lorry head-on collision in Suti

Truth Of Bengal: মুর্শিদাবাদের সুতির মানিকপুর এলাকায় বুধবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জাতীয় সড়কের ওপর একটি বাইক ও একটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হন দুই যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকে করে যাচ্ছিলেন কৌশিক দাস ও মৃত্যুঞ্জয় দাস, দু’জনেরই বাড়ি সুতি থানা এলাকায়।

ঘটনাটি ঘটে সকালবেলা, যখন জাতীয় সড়কে যাত্রী ও যান চলাচল ধীরে ধীরে বাড়ছিল। সংঘর্ষের পর বাইকসহ দুই যুবক ছিটকে পড়ে যান। স্থানীয়রা ছুটে এসে তাঁদের উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।

তবে দু’জনেরই আঘাত এতটাই গুরুতর যে, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এখনও পর্যন্ত দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

ঘটনার পর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত রাস্তার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

 

Related Articles