রাজ্যের খবর
হাওড়া ডিভিশনে ট্রাফিক ব্লকের জন্য দু’জোড়া ট্রেন বাতিল
Two pairs of trains canceled due to traffic block in Howrah division

The Truth Of Bengal : আজিমগঞ্জ – কাটোয়া সেক্শনের খাগড়াঘাট এবং কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যবর্তী ডাউন লাইনে রেল ট্র্যাকের রক্ষনাবেক্ষনের কাজের জন্য ২৫.০৫.২০২৪ থেকে ২৬.০৬.২০২৪ এর মধ্যবর্তী সময়ে ১৫ দিনের ট্রাফিক ব্লক নেওয়া হবে । ৪ ঘন্টার এই ট্রাফিক ব্লক দুপুর ৩:০৩ এর সময় 13178 জঙ্গিপুর রোড – শিয়ালদা মেমু এক্সপ্রেস চৌরীগাছা স্টেশন পেরিয়ে যাওয়ার পর দুপুর ৩:১৫ থেকে সন্ধে ৭:১৫ পর্যন্ত থাকবে ।
এর ফলে মে মাসের ২৫, ২৭, ২৯ এবং জুন মাসের ১,৩, ৫, ৮,১০, ১২, ১৫, ১৭, ১৯, ২২, ২৪, ২৬ তারিখে 03089 / 03090 কাটোয়া – আজিমগঞ্জ – কাটোয়া এক্সপ্রেস স্পেশাল এবং 03075 / 03076 কাটোয়া – আজিমগঞ্জ – কাটোয়া মেমু স্পেশাল বাতিল থাকবে। এই কাজটি অত্যন্ত প্রয়োজনীয় এবং এর ফলে যাত্রীদের ভ্রমণকালে নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে ।