রাজ্যের খবর

কোচবিহারের রিজার্ভারের সিঁড়ি ভেঙ্গে মৃত্যু দুই শ্রমিকের

Two laborers died after collapsing the stairs of the reservoir in Cooch Behar

The Truth Of Bengal : সরকারি পানীয় জলের রিজার্ভারে কাজ করতে এসে রিজার্ভারের সিঁড়ি ভেঙে মাটিতে পড়ে মৃত্যু হল ২ শ্রমিকের।ঘটনাটি ঘটেছে কোচবিহার দুই নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকায় । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়ায় নেমে এসেছে ।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী , বুধবার সকালে বেশ কয়েকজন শ্রমিক সেই রিজার্ভার সংস্কারের জন্য কাজে যোগ দেয়। হঠাৎ করে বিকট শব্দে ভেঙে পড়ে সম্পূর্ণ লোহার সিঁড়ি। আর তাতেই দূর্ঘটনাটি ঘটে ।

স্থানীয়রা আওয়াজ পেয়ে ঘটনাস্থলে আসে। এবং তারা আহতদের
উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় । সেইখানে কর্তব্যরত চিকিৎসকরা দুইজন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন ।

Free Access

Related Articles