রাজ্যের খবর

ভোটের আগেই তেলেভাজার দোকানে উদ্ধার দুটি বোমা, ঘটনায় চাঞ্চল্য এলাকায়

Two bombs were recovered from Televaza shop before the polls

The Truth of Bengal: সদাইপুর থানার পানুরিয়া গ্রামে বিজেপি নেতার তেলেভাজার দোকানে দুটি বোমা উদ্ধারে চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে সদাইপুর থানার পুলিশ। বিজেপি নেতার নাম নিশিকান্ত অধিকারী। তার দাবি গতকাল গভীর রাতে গ্রামেরই একজন তাকে ডেকে বলে দোকানে কংক্রিটের সেলফে (তেলেভাজা রাখার জায়গা) সুতুলি রেখে গিয়েছে কিনা।

এরপরই সন্দেহ হওয়ায় বাইরে বেরিয়ে আসেন এবং দেখেন দুটি তাজা বোমা রাখা আছে। ওই বিজেপি নেতার দাবি তিনিই খবর দিয়েছেন সদাইপুর থানায়। রাতেই পুলিশ আসে। এবং দোকানটি ঘিরে রাখে। ওই বিজেপি নেতার দাবি সামনেই লোকসভা নির্বাচন। তার আগে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ভাবে কেউবা কারা এই বোমা গুলি রেখে গিয়েছে।

Related Articles