বোলপুরে তালা ভেঙে দুঃসাহসিক চুরি, ধৃত ২
Two arrested in daring theft by breaking lock in Bolpur

Truth Of Bengal: তালা ভেঙে বাড়িতে চুরি। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বোলপুর থানার রায়পুর পঞ্চায়েতের মহিদাপুর গ্রামে কাগজ কুড়াতে এসে সোনার গহনা ও টাকা চুরি করার অভিযোগ। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা দুইজন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনক হিসাবে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে। এরপর তারা খবর দেয় পুলিশকে। সেই খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে বোলপুর থানার পুলিশ। তারা ওই এলাকায় এসে উত্তেজিত জনতার হাত থেকে ওই দুইজনকে উদ্ধার ও আটক করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, মহিদাপুর গ্রামের বাসিন্দা খন্দকার জাহাঙ্গীর এদিন সকাল থেকেই বাড়িতে ছিলেন না। তার স্ত্রী ও চিকিৎসার জন্য রাজ্যের বাইরে গিয়েছেন। তার ছেলেরাও অন্যত্র থাকেন। কিছুদিন ধরেই গ্রামে পাখি ধরতে ও কাগজপত্র কুড়োতে বহিরাগত কিছুজন আসছিলেন। তাদের মধ্যেই বেশ কয়েকজন ওইদিন খন্দকার জাহাঙ্গীরের বাড়িতে ঢুকে আলমারির তালা ভেঙে কয়েক লক্ষ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে যায়।
সেইসময় যারা ওই এলাকায় ছিল তারা ওই দুজনকে পালানোর সময় ধরে ফেলে। কিন্তু তাদের ধরে ফেলতে পারলেও বাকি কয়েকজন জিনিসপত্র নিয়ে চম্পট দেয় ওই এলাকা থেকে। এই দুঃসাহসিক চুরির ঘটনাতে রীতিমত আতঙ্ক ছড়িয়েছে মহিদাপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে। পাশাপাশি এই ঘটনার ফলে বোলপুর শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার সাথে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়েও। তাই আজকের এই ঘটনায় স্থানীয়রা চাইছেন যাতে আরও নজরদারি বাড়ানো যায় বোলপুর শহরে।