রাজ্যের খবর

জোড়া অগ্নিকাণ্ড হাওড়ায়, ভস্মীভূত তিনটি দোকান

Twin fires in Howrah, three shops gutted

Truth Of Bengal: শুক্রবার জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হাওড়ায়। হাওড়া সিটি পুলিশ এলাকার মধ্য হাওড়ার চারুচন্দ্র সিংহ লেনে এদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই এলাকার একটি বহুতলের মিটার বক্সে আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে মিটার বক্সের কেবল। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। পরে আয়ত্বে আসে আগুন।

অন্যদিকে, এর পাশাপাশি এদিনই হাওড়ার গ্রামীণ জেলা পুলিশ এলাকায় আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাওড়ার আমতা থানা এলাকার দেওড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে যায় পরপর তিনটি দোকান। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দেড় ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আসে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল আসে। এর ফলে বড়সড়ো অগ্নিকাণ্ড থেকে রেহাই মিলেছে বলে অভিমত এলাকাবাসীর। দমকল সূত্রে জানা গিয়েছে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles