উত্তাল সমুদ্র! উপকূলীয় এলাকাবাসীকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য শুরু মাইক প্রচার
Turbulent sea! MIC campaigns to get coastal residents to safe places
Truth Of Bengal: সকাল থেকে নামখানার উপকূলীয় এলাকায় পুলিশের তরফে শুরু হলো মাইকিং প্রচার। মাইকিং প্রচারের মাধ্যমে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। নদীর তীরের বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথাও বলা হচ্ছে প্রশাসনের তরফে।
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে সকাল থেকে দুর্যোগ অব্যাহত দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে। আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর বঙ্গোপসাগরের উপরে থাকা ঘূর্ণাবর্তর জেরে সমুদ্র উত্তাল রয়েছে। ৫০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইছে সমুদ্রের ওপরে। যার ফলে শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ সকাল থেকে জেলার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা, নামখানা শহর বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হয়েছে দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত।
উপকূল এলাকায় বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে। উপকূলীয় এলাকায় বইছে দমকা ঝড়ো বাতাস। নদী এবং সমুদ্র যথেষ্ট উত্তাল রয়েছে। সুন্দরবনের নামখানা, পাথরপ্রতিমা, সাগর, কাকদ্বীপ, রায়দিঘি সহ একাধিক জায়গায় দুর্বল নদী এবং সমুদ্র বাঁধ নিয়ে আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েছে উপকূলের বাসিন্দারা। সুন্দরবন জুড়ে দুর্বল নদী ও সমুদ্র বাঁধ গুলির উপর নজর রাখছে প্রশাসন।