মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় পুজো দিলেন তৃণমূল সমর্থক ও সাধারণ মানুষ
Trinamool supporters and common people offered puja to wish the chief minister's health and recovery

The Truth Of Bengal, বীরভূম, পার্থ দাস: মুখ্যমন্ত্রী সুস্থ্যতা ও আরোগ্য কামনায় পূজো দিলেন বীরভূম জেলার তৃণমূল সমর্থক ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আচমকা কপালে চোট পান। তার এমন চোট পাওয়ার ঘটনায় বিভিন্ন জায়গা থেকে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কামনা শুরু করে। এসবের মধ্যেই শুক্রবার বীরভূমের সিউড়ি পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ড পৌর এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা তার আরোগ্য কামনার জন্য মল্লিক গুনো পাড়ায় থাকা সর্পধারিণী কালী মন্দিরে পুজো দিলেন। যাতে ভোটের আগে তিনি দ্রুত সুস্থ হয়ে ময়দানে নামতে পারেন সেই জন্য এই পুজো দেওয়া হয়।
শুক্রবার সকাল নাগাদ সিউড়ির মল্লিকগুনোপাড়ার এলাকার মানুষরা বৃহস্পতিবার রাতে খবর পেয়ে সকাল বেলাতেই সর্বধরনের কালী মন্দিরে ফুল ফল মিষ্টি দিয়ে ঢাক বাজিয়ে দলীয় পতাকা হাতে পুজো দিলেন এদিন।এর পাশাপাশি দিদির সুস্থ কামনার জন্য তারা মায়ের কাছে কামনা জানালেন। শুধু তাই নয় ৪২ এ ৪২ যেন হয় সেটাও পুজো দিয়ে মায়ের কাছে মনস্কামনা পূরণ করার কামনা করলেন। সাধারণ বাসিন্দারা এই দিন মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থ কামনা জন্য মায়ের কাছে পুজো দিলেন।
FREE ACCESS