রাজ্যের খবর

পশ্চিম মেদিনীপুরের মিছিল থেকে শুভেন্দুকে কটাক্ষ তৃণমূল বিধায়কের

Trinamool MLA taunts Subhendu from West Midnipur rally

The Truth Of Bengal, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে তৃণমূলের জনগর্জন সভাকে সামনে রেখে ব্লকের ৯ টি অঞ্চল নিয়ে মিছিল ও সভার আয়োজন করেছিল নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস।

এদিন নারায়ণগড়ের পথসাথী থেকে কয়েক হাজারের মিছিল শুরু হয়। এরপর নারায়ণগড় বাজার পরিক্রমা করে চাতুরি ভাড়ায় শেষ হয়। মিছিল শেষে চাতুরী ভাড়া বাজারে আয়োজন করা হয়েছিল পথসভার।

সভাতে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে বলেন ” তুমিই করবে বাংলায় রাজ? তুমি হবে বাংলার মুখ্যমন্ত্রী? দাদা থেকে দাদু হয়ে যাবে জীবনে কোনদিন শুভেন্দু অধিকারী তুমি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবে না”।বিধায়কের বক্তব্যের পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিকে বিধায়কের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কটাক্ষ করেছে বিরোধীদল বিজেপি।

Related Articles