গণপিটুনিতে মৃত মহিলা, পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক
Trinamool MLA stands next to the woman who died in the lynching

The Truth Of Bengal : নদীয়া, মাধব দেবনাথ : নদীয়ায় গণপিটুনিতে মৃত পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির সভাপতি ব্রজ কিশোর গোস্বামী। গোটা ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সুত্রের খবর, নদিয়ার রানাঘাট থানার বৈদ্যপুররের বেলঘরিয়ায় গণপিটুনিতে মৃত মহিলার স্বামীকে দেখতেই রানাঘাট মহাকুমা হাসপাতালে এলেন বিধায়ক তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ব্রজকিশোর গোস্বামী। আক্রান্ত সুবল কর্মকারের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেবে রাজ্য সরকার। তাঁদের ক্ষতিগ্রস্থ বাড়িটির সংস্কারও করা হবে সরকারের তরফে এমনই আশ্বাস বিধায়কের। ঘটনার রাতেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন তিনি।
পাশাপাশি বিজেপির রাজনীতিকেও একহাত নেন তিনি। বিধায়ক বলেন, “মর্মান্তিক এই ঘটনায় বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক পরিবেশে বিশ্বাস করেন বলেই বিরোধীরা এ রাজ্যে এই ধরনের রাজনীতি করার সুযোগ পায়। সময় প্রমাণ দেবে যে কারা এই পরিবারটির পাশে দাঁড়ালো, আর কারা রাজনীতি করল।”