ভূপতিনগরকাণ্ডে অফিসারদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল
Trinamool in Supreme Court against officers in Bhupatinagar incident

The Truth of Bengal: ভূপতিনগরকাণ্ডে এনআইএ অফিসারদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। ওই ঘটনায় এনআইএ এবং বিজেপির ‘যোগসূত্র’ রয়েছে বলে দাবি করেছে তারা। তৃণমূলের দাবি, এনআইএর এসপি ধনরাম সিংহের বাড়িতে বৈঠক করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ওই বৈঠকের পরেই ভূপতিনগরে দলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। জিতেন্দ্র অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপি তাঁর পাশে দাঁড়িয়েছে। জিতেন্দ্রও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছে তৃণমূল।
ভূপতিনগরে এনআইএ-র বিরুদ্ধে হামলা ও মহিলাদের শ্লীলতাহানিও হয়েছে অভিযোগ করেছে শাসকদল। এনআইএ এই অভিযোগ অস্বীকার করেছে। ভূপতিনগরকাণ্ডে NIA অফিসারদের বিরুদ্ধে অভিযোগ। অফিসারদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। ঘটনায় এনআইএ এবং বিজেপির ‘যোগসূত্র’ রয়েছে বলে দাবি। মহিলাদের শ্লীলতাহানিও হয়েছে অভিযোগ করেছে শাসকদল।
NIA-র এসপিকে সাদা প্যাকেটে টাকা দেন জিতেন্দ্র। ধনরাম সিংয়ের বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি। NIA এসপির বাড়িতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এনআইএ এসপি ধনরাম সিংহ এর বাড়িতে যান বিজেপি নেতা। ২৬ শে মার্চ এনআইএ এসপির বাড়িতে যান জিতেন্দ্র তিওয়ারি। নির্বাচন বিধি চলাকালীন এনআইএ এসপির বাড়িতে বিজেপি নেতা।জিতেন্দ্রও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।