রাজ্যের খবর

বোলপুরে তৃনমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন

Trinamool gram panchayat member beaten to death in Bolpur

Truth Of Bengal: বোলপুরে খুন তৃণমূল কর্মী। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যকে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, মৃত গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম সমীক থান্দার, বয়স ৪৬। মৃতের বাড়ি কঙ্কালীতলা পঞ্চায়েতের অন্তর্গত পারুলডাঙা গ্রামে। তিনি তাঁর গ্রামেরই পঞ্চায়েত সদস্য ছিলেন।

শনিবার পঞ্চায়েতে মিটিং-এর জন্য ডেকে পাঠানো হয়েছিল সমীক থান্দারকে। এরপর রাত্রে যখন মিটিং ছেড়ে ফিরছিলেন সে সময় উত্তরনারায়ণপুর এলাকায় দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়ে অথে। হামলা ও মারধর চালানো হয়।

এলাকার মানুষ ওই ঘটনাস্থলে তাঁকে পড়ে থাকতে দেখে। তারপর ওখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে স্থানান্তরিত করে বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়। কিন্তু তাও শেষ রক্ষা হল না, সেখানে প্রাণ হারান ওই তৃণমূল সদস্য।

পুলিশ জানিয়েছে, একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী কারণে তাঁকে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ।

বোলপুর-শ্রীনিকেতনের তৃণমূলের ব্লক সভাপতি মিহির রায় এ  বিষয়ে বলেছেন, “অস্বাভাবিক মৃত্যুর কথা শুনেছি। খুনের কারণ জানি না। তবে দলের কোনও বিষয় নয়৷ যারাই মেরেছে অন্যায় করেছে৷ পুলিশকে বলব কড়া ব্যবস্থা নিতে৷ ইতিমধ্যেই এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।”

Related Articles